মাঘ মাসে বোরো ধান ও গমের যত্ন নেবেন যেভাবে

by Kausar Labib

মাঘ মাসে জলবায়ু পরিবর্তনের কারণে শীতের তীব্রতা বাড়ে। তারপরও খাদ্য চাহিদা নিশ্চিত করতে চাষিরা ব্যস্ত হয়ে পড়েন।  এই সময় বোরো ধান ও গমের যত্ন নেয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে, যা চাষিদের ফলন বৃদ্ধি এবং কৃষির সুরক্ষার জন্য অপরিহার্য।

বোরো ধানের যত্ন

বিজ্ঞাপন
banner

ইউরিয়া সারের প্রয়োগ: ধানের চারা রোপণের ১৫-২০ দিন পর প্রথম কিস্তি, ৩০-৪০ দিন পর দ্বিতীয় কিস্তি এবং ৫০-৫৫ দিন পর শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।

সেচ ও আগাছা দমন: নিয়মিত সেচ প্রদান এবং আগাছা দমন করা জরুরি। এতে গাছের সুষম বৃদ্ধি হয়।

বালাই ব্যবস্থাপনা: রোগ ও পোকা থেকে ধান গাছকে রক্ষা করতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) পদ্ধতি প্রয়োগ করতে হবে। এতে পরিচ্ছন্ন চাষাবাদ, যান্ত্রিক দমন এবং উপকারী পোকা সংরক্ষণে সহায়তা পাওয়া যায়।

বিশেষজ্ঞের পরামর্শ: যদি বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যা সমাধান না হয়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক প্রয়োগ করা উচিত।

গমের যত্ন

চারা পাতলা করা: গমের জমিতে যদি ঘন চারা থাকে, তবে তা পাতলা করে দিতে হবে। এতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে।

সেচ দেওয়া: গম গাছ যদি শিষ বের করে বা গাছের বয়স ৫৫-৬০ দিন হয়ে যায়, তবে একটি সেচ দিতে হবে। সেচের মাধ্যমে গমের ফলন বৃদ্ধি পাবে।

দানা গঠনের সময় সেচ: গমের দানা গঠনের সময়ও আরেকটি সেচ দেওয়া দরকার।

ইঁদুর দমন: গম ক্ষেতে ইঁদুরের আক্রমণ হতে পারে, তাই সবাই মিলে ইঁদুর দমন করতে হবে, না হলে ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে।

এভাবে মাঘ মাসে যথাযথ পরিচর্যা নিয়ে, কৃষকরা তাদের ফসলের ফলন বৃদ্ধি এবং গাছের সুরক্ষা নিশ্চিত করতে পারেন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222