চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

by Kausar Labib

বিএনপি’র একটি প্রতিনিধিদলের চীন সফরের আগে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে ঘণ্টাব্যাপী রাজধানীর বারিধারায় দেশটির দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রমতে, চলতি মাসের শেষ দিকে ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলোর সমন্বয়ে একটা টিম চীন সফরে যেতে পারে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222