সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

by Kausar Labib

নওগাঁর সাপাহার সীমান্তে গরু আনতে গিয়ে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে তিনি আটক হন।

আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

বিজ্ঞাপন
banner

আটকের বিষয়টি নিশ্চিত করে সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার স্বামী সিরাজুল ভারতে গিয়েছিল। এরপর সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেননি। যারা ফিরে এসেছেন তাদের কাছ থেকে স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যান। রাত আনুমানিক ৩টার দিকে গরু নিয়ে ৪৪/১ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করেন। এসময় অন্যরা পালিয়ে এলেও সিরাজুলকে বিএসএফ ধরে নিয়ে যায়।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, বিএসএফের হাতে বাংলাদেশি আটক হয়েছে কিনা এমন কোনো তথ্য তাদের জানা নেই।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222