নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

by Kausar Labib

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। পুলিশ বলছে, একাধিক মামলা থাকায় মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, মাহমুদুর রহমান মাসুম এলএলবি পরীক্ষা দিতে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় এলে এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদুর রহমানকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। দ্রুত তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি একাধিক মামলার আসামি।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222