বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে মাওলানা মামুনুল হকের শোক

by Nur Alam Khan

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

তিনি মরহুমের জাতীয় ও ধর্মীয় বিভিন্ন কর্মতৎপরতা স্মরণ করে বলেন, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ দেশ ও জাতির কল্যাণে আজীবন নিজকে নিয়োজিত রেখেছিলেন। দেশের যেকোনো সংকটে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ৯০ এর স্বৈরাচারের পতনের পর  সিইসির দায়িত্ব গ্রহণ করে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধেও তার কণ্ঠ ছিল উচ্চকিত।

বিজ্ঞাপন
banner

তিনি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন,  চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222