তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না।
রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রাম্পের গাজ্জা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবের প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, ইহুদিবাদী সরকারের চাপে গাজ্জা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাবগুলো আলোচনার যোগ্য নয়।
তিনি বলেন, হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজ্জাবাসীদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। গাজ্জা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই থাকবে।
এএ/