শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা

by Kausar Labib

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় আতশবাজি, পটকা, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদির বিক্রয়, মজুদ, বহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রামই এন্ড অপারেশন্স) মো. হুমাহুয় কবির স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার ১৪ ফেব্রুয়ারি (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নির্বিঘ্নে শব-ই-বরাত উদযাপনের লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইন অমান্য করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে-
১. সিএমপি অর্ডিন্যান্স ১৯৭৮-এর ২৯(২) ধারা ও বিস্ফোরক দ্রব্য আইন ১৮৮৪ অনুযায়ী আতশবাজি বা পটকা ফুটানো শাস্তিযোগ্য অপরাধ।
২. ফৌজদারি কার্যবিধি (সি.আর.পি.সি) ১৮৯৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুসারে এটি গণ-উপদ্রব ও দণ্ডনীয় অপরাধ।
3. ধর্মাচরণে বাধা প্রদান, আতঙ্ক সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

সিএমপি জানিয়েছে, নগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। নির্বিঘ্নে শব-ই-বরাত উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222