বশির আহমদ মোল্লা
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ছিড়ে ফেলাসহ আসবাবপত্র ভাংচুরের পর আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এসময় কার্যালয়ের ভেতরে দেয়ালে ‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা’ লিখে গেছেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্বির বাজারে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ফুঁসে ওঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রাতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে তারা শেখ হাসিনার দোসর সাবেক এমপি রাজিউদ্দিন রাজু ও তার ছেলে রাজিব আহম্মদ পার্থ, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি হাজী নাসির উদ্দিনসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং ‘জয় বাংলা, মরার জন্য অপেক্ষা কর’ ইত্যাদি লেখা দেয়ালে লিখে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সভাপতি মো: দানিশ মিয়া, জেলা কৃষক দলের সহ-সভাপতি মইনুল হোসেন সরকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুন্না, রায়পুরা পৌর যুবদলের সভাপতি সাইফুল আহমেদ সোহেল,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলকাছ উদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ,উপজেলা তাঁতীদলের সভাপতি হুমজ মোল্লা, চরসুবুদ্বি ইউনিয়ন যুবদল নেতা রবি উল্লাহ প্রমুখ।
এএ/