বিএসএফের পোশাক পরে গরু চোরাচালানকালে কয়েকজন ভারতীয় গ্রেপ্তার

by Kausar Labib

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টাকালে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। ধরা না পড়ার কৌশল হিসেবে ওই চোরাকারবারীরা আধাসামরিক বাহিনীর পোশাক পরেছিল। যা সেখানকার বিএসএফ কর্মকর্তাদের রীতিমতো অবাক করেছে। শ্রুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চার চোরাকারবারীকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।

বিজ্ঞাপন
banner

অপরদিকে বিএসএফের ৮৮নং ব্যাটিালিয়ন পান্নাপুর সীমান্ত আউটপোস্ট থেকে তিনজনকে আটক করে। ওই তিনজনই বিএসএফের পোশাক পরা ছিলন। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি ও চাকু। এছাড়া তাদের সঙ্গে নকল প্লাস্টিকের বন্দুকও ছিল। তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। ওই সময় ওই চোরাকারবারীদের কাছ থেকে দুটি মহিষও জব্দ করে বিএসএফের জওয়ানরা। এছাড়া আরেক চোরকারবারীকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যান। ফেনসিডিলসহ যাকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশি বলে দাবি করেছে বিএসএফ।

আটককৃত ও জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। অপরদিকে ই-ট্যাগিংয়ের পর গরুগুলোকে ধ্যান ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে তারা সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222