বইমেলায় ‘মানুষ চেনার কৌশল’

by Kausar Labib

একুশে বইমেলায় এসেছে আশরাফুল ইসলাম ‘জীবনের মানুষ চেনার কৌশল’ (বিষাক্ত মানুষ থেকে মুক্তির উপায়)।

চারপাশে অসংখ্য মানুষ। প্রত্যেকেই আমাদের জীবনে নানা রকম অভিজ্ঞতা রেখে যায়। আমরা তাদের ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতা পাই; আমরা তাদের দ্বারা প্রভাবিত ও প্রতারিত হই এবং তাদের থেকে আঘাতও পাই। আবার আমাদের সঙ্গে এমন কিছুও ঘটে—যা জীবনের গতিপথই বদলে দেয়।

বিজ্ঞাপন
banner

মানুষ চেনা শুধু জ্ঞান নয়, এটি বেঁচে থাকার একটি কৌশলও। এমনকি মানুষ চেনা বড়ো একটি শিল্পও। প্রশ্ন হলো—এত রকম মানুষের ভিড়ে আমরা কি আসলে মানুষ চেনার ক্ষমতা রাখি?

জীবনের বাস্তব অভিজ্ঞতা, আধুনিক মনোবিজ্ঞান, দার্শনিক তত্ত্ব এবং বিখ্যাত ব্যক্তিদের উক্তি—যা মানুষের গতি-প্রকৃতি বুঝতে, সম্পর্ক তৈরি ও শেষ করতে এবং জীবনের সমস্যা, সমাধান ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, এই বইয়ে আলোচিত হয়েছে সেইসব তত্ত্ব ও শিক্ষা। বইটির মাধ্যমে জানতে পারবেন—কাকে বিশ্বাস করবেন, কার পাশে দাঁড়াবেন, এবং কার থেকে দূরে থাকবেন। বইটি পড়ার পর অন্যদের থেকে আপনি হয়তো একধাপ এগিয়ে থাকবেন—‘মানুষ চেনার’ কঠিন এই শিল্পে।

বই : মানুষ চেনার কৌশল
রচনা : আশরাফুল ইসলাম জীবন
সম্পাদনা: জাবির মুহাম্মদ হাবীব
মুদ্রিত মূল্য : ৫২০ টাকা
প্রকাশক: বার্তাপ্রকাশ

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222