শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা আসিফ

by Kausar Labib

জুলাই আন্দোলনে সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করাই নিজের মুখ্য দায়িত্ব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

আসিফ মাহমুদ লিখেছেন, গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়া ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে।

তিনি আরও লিখেছেন, সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি, এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি, সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৪ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন।

মুঈন হোসাইন নামে একজন লিখেছেন, সঠিক কথা। ভালোবাসা অবিরাম।

রাকিব ইসলাম লিখেছেন, রাইট আসিফ ভাই।

মো. আরিফুল ইসলাম লিখেছেন, একদম খাঁটি কথা ভাই।

জোনায়েদ নামে আরেকজন লিখেছেন, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222