স্বৈরাচার পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: মঈন খান

by Nur Alam Khan

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার পতন হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)  সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান, গণ প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আবেগকে উপলব্ধি করতে হবে। অথচ এ সরকার গত ৬ মাসে সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার দায়িত্ব পালনের বার্তা জনগণকে দিতে পারেনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে তা রক্ষা করতে হবে। ক্ষমতা উপভোগের নয়, দায়িত্ব রক্ষার। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে এ সরকার আসেনি।

ছাত্র প্রতিনিধি ও সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন মঈন খান। তিনি বলেন, সমন্বয়ক, নাগরিক কমিটি বা সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করছে তারা কতজন ছাত্র? তারা কি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না?

এ সময় বিগত পনেরো বছর তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222