সচিবালয়ের সামনে গণঅভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের অবস্থান

by Nur Alam Khan

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান নেন তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে এই অবস্থান কর্মসূচি করছেন তারা।

বিজ্ঞাপন
banner

কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুইটি  ক্যাটাগরিতে রাখা, বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি হটলাইন চালু করার দাবি জানিয়েছেন তারা।

এর আগে সকালে তারা শাহবাগে জড়ো হন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১২ টায় সচিবালয়ের দিকে যান। দুপুর ১ টায় সচিবালয়ের ৫ নম্বর গেইটের সামনে অবস্থান করেন তারা। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আহত জিহাদ ইসলাম বলেন, আমরা আহত ও শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য চাই না। তিনটি ক্যাটাগরি করে তার মধ্যে একটা ক্যাটাগরির আহতরা মাসিক ভাতার সুবিধা পাবে না, তা হতে পারে না।

এ সময় ৬ সদস্যের একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যান।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222