ব্লাসফেমি আইন প্রণয়ন চায় সাধারণ আলেম সমাজ

by Kausar Labib

বাংলাদেশ একটি মুসলিম-প্রধান দেশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ জনগণের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং ধর্মীয় অনুশাসন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটূক্তি করার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার নামে এ ধরনের কর্মকাণ্ড যেমন ধর্মপ্রাণ জনগণের অনুভূতিকে আঘাত করে, তেমনি সামজিক অরাজকতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঝুঁকিও তৈরি করে।

বিশ্বের বিভিন্ন দেশে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) রোধে কঠোর আইন রয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করে। পাকিস্তান, সৌদি আরব, ইরানসহ বহু মুসলিম দেশে এই আইন কার্যকর রয়েছে। বাংলাদেশেও এ ধরনের একটি আইন প্রণয়ন এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা নামক ব্যক্তি আল্লাহ ও পবিত্র ধর্ম ইসলাম নিয়ে অত্যন্ত জঘন্যভাষায় কটুক্তি করেছে, যেটি ছিল ধর্মপ্রাণ ও তৌহিদি জনতাকে উসকে দেয়ার ঘৃণ্য হাতিয়ার। এ ধরনের চরম উসকানিমূলক বক্তব্যের দায়ে রাখাল রাহাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রম থেকে তাকে শোকজ করা হোক। সেই সাথে অদূর ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার দুঃসাহস কেউ না দেখায়, এজন্য কঠোর আইনি কাঠামো প্রণয়ন করা হোক।

বাংলাদেশে ব্লাসফেমি আইন প্রণয়ন শুধু ধর্মপ্রাণ জনগণের নৈতিক অধিকার নয়, বরং জাতীয় স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলার জন্য অপরিহার্য। এখনই সময় সম্মিলিতভাবে এই দাবিকে বাস্তবায়নের জন্য এগিয়ে আসার!

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222