সিরিয়ায় বিস্ফোরণে নারী-শিশুসহ সাতজন নিহত

by Kausar Labib

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি বাড়ির ভেতরে অবশিষ্ট বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, বাড়ির ভেতরে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একজন এএফপি সংবাদদাতা দেখেছেন, বেসামরিক সুরক্ষা সংস্থার কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের উদ্ধার করছেন। সংস্থাটির এক কর্মী মোহাম্মদ ইব্রাহিম জানান, নাইরাবে একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত গোলাবারুদ পান।

বিজ্ঞাপন
banner

সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভের দমন-পীড়নের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বেসরকারি সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন (এইচআই) জানিয়েছে, সংঘাতের পর থেকে সিরিয়ায় প্রায় ১০ লাখ গোলাবারুদ নিক্ষিপ্ত বা পুঁতে রাখা হয়েছে, যার মধ্যে এক থেকে তিন লাখ এখনো বিস্ফোরিত হয়নি। সংস্থাটির সিরিয়া প্রগ্রামের পরিচালক দানিলা জিজি বলেন, ‘দেশটির ২.৩ কোটি জনসংখ্যার মধ্যে ১.৫ কোটিরও বেশি মানুষ অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকিতে রয়েছে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু সিরীয় তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে, তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সূত্র: এএফপি

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222