নবী সা.কে নিয়ে কটূক্তি করা বিতর্কিত কবি সোহেল হাসান গালিব ওএসডি

by Kausar Labib

ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করা বিতর্কিত কবি সোহেল হাসান গালিবকে এবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে সোহেল হাসান গালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুব আলম।

বিজ্ঞাপন
banner

একই প্রজ্ঞাপনে আরও ১৩জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়নসহ ওএসডি, সংযুক্ত এবং প্রেষণ থেকে প্রত্যাহার করা হয়েছে। সোহেল হাসান গালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুব আলম।

প্রজ্ঞাপনে কবি সোহেল হোসেন গালিবসহ শিক্ষা ক্যাডারের ১৪ কর্মকর্তা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জানা যায়, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা নিয়ে সমালোচনা শুরু হয়। সেই কবিতায় মহানবী হজরত মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটাক্ষ করেন বিতর্কিত এই কবি।

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে কবি গালিবকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222