ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন ড. ইউনূস

by Nur Alam Khan

শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান ধনকুবের ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করতে মাস্ককে আহ্বানও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র (ডিওজিই) প্রধান।

গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

চিঠিতে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বলেন, তিনি বাংলাদেশে এলে এক ঝাক তরুণ-তরুণীদের সঙ্গে দেখা হবে তাঁর, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে অন্যতম। চিঠিতে ড. ইউনূস বলেন, ‘উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি দিতে আসুন একসাথে কাজ করি।’

চিঠিতে ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য পরিবর্তনশীল প্রভাব ফেলবে।’

এ ছাড়া ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য স্পেসএক্স টিমের সঙ্গে যাবতীয় বিষয়ে সমন্বয় করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর আগে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারন্টে পরিষেবা চালু করার বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা টেলিফোনেও যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে। ওই সময় বিস্তারিত কথা হয় তাঁদের মধ্যে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222