বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, যাকাতের মাধ্যমে সমাজে ভারসাম্য রক্ষা করা সম্ভব। তিনি বলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী যাকাত সঠিকভাবে প্রদান করা হলে সমাজের কোনো ব্যক্তি অন্নহীন, বস্ত্রহীন কিংবা গৃহহীন থাকবে না, কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না এবং কেউ অভাবী অবস্থায় জীবনযাপন করবে না।
বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলের সুরমা হলে মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত যাকাত কনফারেন্স-২০২৫-এ প্রধান বক্তা হিসেবে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “যাকাতের অন্যতম গুরুত্ব হলো সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। ইসলাম ধনীদের ওপর যাকাত ফরজ করেছে, যাতে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য দূর হয় এবং সমাজে সমতা প্রতিষ্ঠিত হয়। ইসলাম কখনও সমর্থন করে না যে, কেউ বিলাসী জীবনযাপন করবে এবং অন্যদিকে কেউ অন্নের অভাবে দিন কাটাবে।”
তিনি আরও বলেন, “কৃপণতা ও লোভের কারণে অনেকেই নিজেদের উপার্জিত অর্থ কাউকে দিতে চান না। কিন্তু আল্লাহ তায়ালা ধনীদের মনকে এই সমস্ত নৈতিক দোষ থেকে মুক্ত রাখার জন্য যাকাত ফরজ করেছেন, যাতে সমাজে মানবিক গুণাবলি যেমন দয়া, ভালোবাসা ও স্নেহ বৃদ্ধি পায়।”
এছাড়া, কাদের গনি চৌধুরী বলেন, “সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তায়ালা। মানুষ তাঁর উপার্জিত সম্পদ ব্যবহার করবে, তবে তা শুধুমাত্র নিজের জন্য নয়, বরং সমাজের দরিদ্রদেরও সহায়তা করার জন্য। যাকাত প্রদানের মাধ্যমে ধনীরা তাদের সম্পদের পবিত্রতা অর্জন করেন এবং গরিবের অধিকার আদায় করে থাকেন।”
কাদের গনি চৌধুরী আরও উল্লেখ করেন, ইসলাম কোনোভাবেই পুঁজিবাদী অর্থনীতি সমর্থন করে না, বরং ইসলামি অর্থনীতি সমতা এবং ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি গাজী সানাউল্লাহ রাহমানী, প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী, প্রফেসর ডা. রায়হান হোসেন, ওয়াইস খান নূর সোহেল, মুফতি সাইফুল ইসলাম, এস ডি খান, শেখ মাসুম বিল্লাহ বিন রেজা, প্রফেসর ড. রায়হান হোসেন, শেখ আলী হাসান তৈয়ব, ও মাওলানা আবদুল কাহার সিদ্দিকী।
এনএ/