মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

by Nur Alam Khan

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে পারভেজ ওরফে ডিলার পারভেজ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছে থাকা ১৫শ পিস ইয়াবা, ৪টি পাসপোর্ট, ৯টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড ও মাদক বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

আটক পারভেজ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের অন্যতম সহযোগী ও মোহাম্মদপুর এলাকার মাদকের ডিলার নামে পরিচিত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালানো হয়। এতে তার বাসা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রেফতার হওয়ার পর তাদের মাদক ব্যবসা চালাতেন পারভেজ। মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকায় তিনি খুচরা ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করতেন।

সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড জানান, আটকের সময় পারভেজের কাছে থাকা বিপুল পরিমাণ মাদক, পাসপোর্ট ও কয়েক লাখ টাকাসহ নানা সরঞ্জামাদি  উদ্ধার করা হয়েছে।

তাকে আইনী প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222