বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগরীতে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামের আদর্শ ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা ফয়জুল্লাহর পরিচালনায় এ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে যুব সমাজকে রমজান মাসের পবিত্রতা রক্ষা ও আল্লাহর দ্বীনের বিজয়ের লক্ষ্যে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ।
তিনি বলেন, “আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলেই সকল প্রকার অন্যায় ও অবিচার বন্ধ হবে।” তিনি আরও বলেন, “আগামী রমজান মাসে সকলকে পবিত্রতা ও তাকওয়া অর্জনে ভূমিকা রাখতে হবে।”
এছাড়া, মাওলানা মীর আহমাদুল্লাহ নারায়ণগঞ্জ শহরের নিরাপত্তা পরিস্থিতি ও যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “শহরের যানজট বেড়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। প্রশাসনকে নারায়ণগঞ্জ শহরের যানজট মুক্ত করতে এবং নিরাপত্তা জোরদার করার জন্য দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, “আজকের এই দাওয়াতি মিছিল যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রমজান মাসে আমাদের তাকওয়া অর্জন করতে হবে এবং সমাজে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও মানবতা বিরোধী সকল অপরাধের বিরুদ্ধে কাজ করতে হবে। ইসলামের শিক্ষা অনুসরণ করলেই সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মো নূরে আলম, সহ-সাধারণ সম্পাদক ডা. আল-আমিন রাকিব। যুব মজলিসের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন, যারা যুব সমাজকে ইসলামের পথে পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এসময় বক্তারা বলেন, যুব সমাজকে শুধু ইসলামের শিক্ষা গ্রহণ নয়, বরং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।
এনএ/