গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে: নুর

by Nur Alam Khan

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, গুটি কয়েক ছাত্রনেতা বর্তমান সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ছাত্রনেতারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সরকার ও প্রশাসনের কাজে হস্তক্ষেপ করছে।

শনিবার (১ মার্চ) বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠন করা হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ যদি অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে পুরনো পথে হাটে, তবে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা।”

গণ অধিকার পরিষদের সভাপতি সরকারে থাকা সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র-জনতার সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন।”

এ সময় নুরুল হক নুর ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে সরকারের উপদেষ্টা সমর্থকদের সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন হয়নি।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222