বলিউডের বাদশা শাহরুখ খান পবিত্র রমজান মাসে রোজা রাখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, তিনি রমজান মাসে রোজা রাখার চেষ্টা করেন, তবে মাঝে মাঝে কিছু রোজা রাখতে পারেন না, কারণ তাকে পিঠের ব্যথার জন্য চিকিৎসা নিতে হয়।
২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার সময় শাহরুখ খানকে এক ভক্ত রোজা রাখার বিষয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, “হ্যাঁ, আমি রোজা রাখি। তবে মাঝে মাঝে কয়েকটা রোজা নষ্ট হয়ে যায় কারণ আমার পিঠে ব্যথা শুরু হলে আমাকে ওষুধ নিতে হয়। তবে মাশাআল্লাহ, অধিকাংশ রোজাই রাখা হয়।”
বিগত বছরগুলোতে শাহরুখ খানকে ধর্মীয় বিষয়ে অনেক সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে তিনি সবসময় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি কখনোই তার ধর্মের প্রতি শ্রদ্ধা বা প্রতিশ্রুতি নিয়ে আপস করেননি। রোজা রাখার পাশাপাশি শাহরুখ খান ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজান মাসে বিভিন্ন ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, রমজান মাস হলো আত্মিক পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস, যেখানে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র রোজা পালন করেন। শাহরুখ খানের এই বক্তব্য তার ধর্মীয় প্রতিশ্রুতি এবং নিজের ইবাদতের প্রতি নিষ্ঠার পরিচায়ক বলে মনে করে নেটিাজেনরা।
এনএ/