আঞ্জুমান মুফিদুল ইসলাম অসাধারণ প্রতিষ্ঠান : প্রধান উপদেষ্টা

by Kausar Labib

দেশের সুখ্যাত সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ মার্চ) বিকালে রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ার নামের নতুন এ ভবনটি উদ্বোধন হয়।

বিজ্ঞাপন
banner

নতুন ভবন উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম অসাধারণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন, শিক্ষা ও নানামাত্রিক সেবা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে। উদ্বোধন ও দোয়া মাহফিলের পরে তিনি এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন।

ইফতার মাহফিলে অন্যন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান, আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মুফলেহ আর ওসমানী বক্তব্য রাখেন।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222