দেশের সুখ্যাত সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩ মার্চ) বিকালে রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ার নামের নতুন এ ভবনটি উদ্বোধন হয়।
নতুন ভবন উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম অসাধারণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন, শিক্ষা ও নানামাত্রিক সেবা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে। উদ্বোধন ও দোয়া মাহফিলের পরে তিনি এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন।
ইফতার মাহফিলে অন্যন্যদের মধ্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান, আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মুফলেহ আর ওসমানী বক্তব্য রাখেন।
এআইএল/