বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি আন্তিপ্লানোর অরুরো শহর ও পার্বত্য অঞ্চলীয় খনি শহর পোতোসির মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
বলিভিয়ার দক্ষিণাঞ্চলের এক মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকালের এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের মুখপাত্র লিমবার্ট চোকি মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন।
পুলিশ আরও জানায়, সংঘর্ষের পর বাসটি মহাসড়ক থেকে ছিটকে একটি গিরিসঙ্কটের ৫০০ মিটার নিচে গড়িয়ে পড়ে। ইতোমধ্যে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট লুয়িস আর্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে শনিবার ভোরে দেশটির পোতোসি অঞ্চলে আরেকটি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছিলেন। এখানে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
এআইএল/