সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সাইফুজ্জামান চৌধুরীর ওই সব অ্যাকাউন্টে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘দুদক থেকে তার ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছেন।’
দুদক আরও বলছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। সেটি অনুসন্ধানে একটি টিম কাজ করছে। অনুসন্ধানকালে এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা হতে পারে– এজন্য অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।
এর আগে গত ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তার দুটি ব্যাংক হিসাব এবং বাংলাদেশে একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়।
এআইএল/