কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না: মাওলানা ইউনুস আহমদ

by Kausar Labib

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২৪-এর রক্তমাখা আন্দোলনের প্রধান দাবিই সংস্কার। একই সঙ্গে পতিত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের বিচার হতেই হবে।

কিন্তু সংস্কার ও বিচারকে কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বতী সময়কে দীর্ঘায়িত করার কোনো প্রচেষ্টাও গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন
banner

আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজানের ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম একটি দেশে এক যুগের অধিক সময়ে জনগণের নির্বাচিত সরকার নেই; বিষয়টি অকল্পনীয়। ফলে স্বৈরাচারের পতনের পরে কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ আরো বলেন, ‘সংস্কার, স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন; এই বিষয়গুলো সমান গুরুত্বের এবং একই সঙ্গে বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এতে করে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার ওপরে জনমনে প্রশ্ন তৈরি হবে।

ইফতার মাহফিরে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা এ বি এম জাকারিয়া প্রমুখ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222