জামিনে মুক্তি পেলেন সাদপন্থিদের শীর্ষনেতা মুয়াজ বিন নূর

by Nur Alam Khan

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদপন্থিদের শীর্ষনেতা মুয়াজ বিন নূর৷ এর আগে গত ১৮ ডিসেম্বর-২৪ গাজীপু‌রের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের সাথীদের ওপর হামলা চালায় দিল্লির সাদ কান্ধলভীর অনুসারীরা। ওই হামলায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিল্লির সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।  ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।

সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থিরা সুবিধা ভোগ করেছেন৷ তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন৷ কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে৷ অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222