দালাল ধরতে ঢাকা মেডিকেলে সেনাবাহিনীর অভিযান

by Nur Alam Khan

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক কর্নেল রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান এখনও চলমান রয়েছে।

বিজ্ঞাপন
banner

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।

অভিযানে এখন পর্যন্ত দালাল সন্দেহে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে বলে জানা গেছে, তবে সেনাবাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222