97
জুলাই যুদ্ধের যাত্রাবাড়ীতে শহিদ ও আহতদের স্মরণে দোয়া ও গণইফতারের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ।
আজ ১০ মার্চ (সোমবার) যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল সংলগ্ন চৌরাস্তা পার্কে এই আয়োজন করে সংগঠনটি।
গণইফতারে ইতোমধ্যেই এসে উপস্থিত হয়েছেন নানা পেশার মানুষজন।
এদিকে আগামী ১৪মার্চ শুক্রবার উত্তরা, ১৭মার্চ সোমবার মিরপুর ও ২১মার্চ শুক্রবার শাহবাগে গণইফতারের আয়োজন করবে ইনকিলাব মঞ্চ।
এএ/