হিজবুত তাহরীরের কর্মসূচিতে পুলিশের ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ, আটক

by Nur Alam Khan

রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় সংগঠনটি মিছিল নিয়ে বের হলে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তা পণ্ড করে দেয়।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা করে তারা।

বিজ্ঞাপন
banner

তখন আবারও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুঁড়তে দেখা যায়। পুলিশ কয়েকজনকে আটক করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে অবস্থান নিয়েছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222