সুপারিশ পর্যালোচনার পর মতামত জানাবে ১২ দল

by Nur Alam Khan

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে বিষয়ে মতামত দেবে বলে জানিয়েছে ১২ দলীয় জোট।

শুক্রবার (৭ মার্চ) জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন
banner

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার, দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশগুলো নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, এ বিষয়ে জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিশদভাবে আলোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের এ সব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের নিকট এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222