কমলাপুর মেট্রোরেল স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

by Nur Alam Khan

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে নিচে পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন
banner

নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী নাজমুল বলেন, আজ সকালের দিকে আমরা মতিঝিলস্থ কমলাপুর এলাকায় মেট্রোরেলের নির্মাণের কাজ করছিলাম। এ সময় নাঈম অসাবধানতা বসত মেট্রোরেলের নির্মাণাধীন উপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে বারোটার দিকে নাঈম মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মেট্রোরেলের নির্মাণ শ্রমিক নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222