দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সেন্ট্রাল মসজিদে পবিত্র রমজানের প্রথম দিনে এক অনন্য ঘটনা ঘটেছে। রমজানের প্রথম দিনে (১ মার্চ) একসঙ্গে ১৭ তরুণ-তরুণী ইসলাম গ্রহণ করেছেন। কোরিয়া মুসলিম ফেডারেশন তাদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানায়।
কোরিয়া মুসলিম ফেডারেশন জানায়, ইসলাম গ্রহণকারী ১৭ জন তরুণ-তরুণী মসজিদের ইমামের সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করেন এবং কোরআন তিলাওয়াত করেন। এরপর তারা ইসলাম গ্রহণের পর শাহাদাহ পাঠ করেন।
এই ১৭ জন ইসলাম গ্রহণকারী গত ১ ফেব্রুয়ারি থেকে কোরিয়া মুসলিম ফেডারেশনের ইসলামিক মৌলিক শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছিলেন। এক মাসব্যাপী কোর্সটি সম্পন্ন করার পর তারা ইসলাম গ্রহণ করেন। কোর্সে ইসলাম সম্পর্কিত মৌলিক বিষয়গুলো শেখানো হয়, যা তাদের ইসলাম গ্রহণের প্রেরণা জোগায়।
কোরিয়া মুসলিম ফেডারেশন প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী বা মুসলিম হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এক মাসব্যাপী একটি কোর্স পরিচালনা করে। এই কোর্সের মাধ্যমে নতুন মুসলিমরা ইসলামের মৌলিক বিষয়গুলি শেখেন এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন।
সূত্র: আলজাজিরা মুবাশির
এনএ/