বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বিষয়ে যা বললেন ইশরাক

by Nur Alam Khan

সম্প্রতি বিএনপির বিরুদ্ধে সম্মিলিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন
banner

ইশরাক বলেন, ‘কয়েক দিন ধরে বিএনপির বিরুদ্ধে সম্মিলিত অপপ্রচারের তৎপরতা একটু বেশি পরিমাণে হচ্ছে হলে মনে করছি। ফ্যাসিবাদের সেই পুরনো প্রচারযন্ত্রগুলো আবার মাথাচাড়া দিচ্ছে, যেগুলোর মালিক বড় ব্যবসায়ী সিন্ডিকেট।’

তিনি বলেন, ‘পক্ষপাতিত্ব না করে সরাসরি অপরাধীদের বিরুদ্ধে শিরোনাম লিখে নিউজ করুন। আমরা বারবার বলছি, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই।’

ইশরাক হোসেন আরো বলেন, ‘ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা পর্যায়ের উল্লেখযোগ্য অথবা পরিচিত মুখ কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা ফলাও করে প্রচার করলে আমার আপত্তি থাকত না।

কিন্তু গ্রামগঞ্জে কে না কে বিএনপির নাম ব্যবহার করছে, আর এই মিডিয়া নামধারী পতিত ফ্যাসিবাদের প্রচারযন্ত্র ক্রমাগত বিএনপির নামে শিরোনাম দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। এটা ঠিক নয়।’

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222