রাজধানী ঢাকা শহরের বনানীতে আজ ভোর ৬টার দিকে একটি গাড়ির ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা বনানী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যা প্রায় ৭ ঘণ্টা স্থায়ী ছিল।
পোশাক শ্রমিকদের অবরোধের কারণে বনানী, মহাখালী ও গুলশান এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়েও যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
শ্রমিকদের দাবি ছিল—ধাক্কা দেওয়া পিকআপ এবং চালককে আটক করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকআপটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
শ্রমিকদের দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ জানান, ক্ষতিপূরণ এবং নিরাপদ রাস্তা পারাপারের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
এদিকে, আহত পোশাক শ্রমিক সুমাইয়া আক্তারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনএ/