সৌদি আরব যাচ্ছেন জেলেনস্কি

by Nur Alam Khan

সৌদি আরব সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের জন্য ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার আগে সোমবার (১০ মার্চ) রিয়াদ সফরে যাচ্ছেন জেলেনস্কি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সফরে জেলেনস্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে সৌদি আরব বিভিন্ন মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে। যার মধ্যে বন্দি বিনিময়ের মধ্যস্থতা এবং গত মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন রয়েছে।

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনায় ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির বাগবিতণ্ডার পর আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। এতে দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় তার ওপর আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে জেলেনস্কি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন না এবং ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন তার চিফ অফ স্টাফ, তার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং প্রেসিডেন্ট প্রশাসেনের এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।  আশা করি, আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা এবং একমত হতে পারব।’

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222