ঈদের নামাজ নিয়ে যে উদ্যোগ নিলেন অভিনেতা তামিম

by Nur Alam Khan

তামিম মৃধা এই সময়ের বেশ জনপ্রিয় অভিনেতা। মডেলিংসহ মূলধারার কাজে তাকে সবসময় দেখা যেত। বর্তমানে ইসলাম ধর্মপালনে মনোযোগী হয়েছেন তিনি। এবার ঈদে নিজ গ্রামে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন তামিম।

বর্তমানে তামিম মৃধার জীবন-যাপন, পোশাক-আশাক অনেকটাই বদলে গেছে। এনেছেন চিন্তা-ভাবনাতেও পরিবর্তন।

বিজ্ঞাপন
banner

নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত ইসলামিক বিভিন্ন পডকাস্ট নিয়ে হাজির হচ্ছেন তামিম। যেখানে অতিথি হিসেবে আসছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।

শুধু তাই নয়, ইসলামের প্রচারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন এই তারকা। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে নিজ গ্রামে একটি উদ্যোগ নিয়েছেন তামিম মৃধা ও তার পরিবার।

এই অভিনেতা জানালেন, এবারের ঈদে তার গ্রামের ৭টি মসজিদ আলাদা ঈদের জামাত না পড়ে একসঙ্গে সকলে ঈদগাহে ঈদের জামাত আদায় করবেন।

শনিবার (৮ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান তামিম মৃধা। যেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার গ্রাম কৃষ্ণনগরের ৭টি মসজিদের প্রতিনিধি নিয়ে জুম্মার পর আলোচনা ডাকা হয়। যেখানে সবাই একমত হয়েছেন ঈদের নামাজ আলাদা ৭টি মসজিদে না পড়ে একসাথে ঈদগাহের মাঠে পড়ার জন্য।

সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘ঈদের জামাত ঈদগাহে আদায় করাটা সুন্নত। আমাদের প্রিয় নবী সবসময় ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন। সে জায়গা থেকেই আমাদের গ্রামে এবার সকলকে নিয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্যোগটা নেয়া।’

এই অভিনেতা আরও বলেন, ‘একটা সময়ে কিন্তু সকলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সকলে একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটাই তো আমার ধর্মের সৌন্দর্য।’

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222