পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কুরআনের হাফেজদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে।
- গ্রুপ ক – হিফজুল কুরআন: এতে সারা দেশের কুরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন।
- গ্রুপ খ – কুরআন তেলাওয়াত: এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে ছাত্রদলের সমন্বয়ক মুফতি জামিল সিদ্দিকী জানিয়েছেন যে, প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ১৩ মার্চ পর্যন্ত এবং বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মার্চ। বাছাই পর্বে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অথবা ছাত্রদলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অংশ নিতে পারবেন। চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার দেওয়া হবে:
- প্রথম পুরস্কার: নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট
- দ্বিতীয় পুরস্কার: নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট
- তৃতীয় পুরস্কার: নগদ ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট
- ৪র্থ থেকে ১০ম স্থান: আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট
রেজিস্ট্রেশন লিংক: রেজিস্ট্রেশন ফর্ম
এনএ/