পাকিস্তানে ট্রেন ছিনতাই, ৫০০ যাত্রীকে জিম্মি করে হত্যার হুমকি

by Nur Alam Khan

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার (১১ মার্চ) একটি সশস্ত্র গোষ্ঠী ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ থেকে ৫০০ জন যাত্রীকে জিম্মি করেছে। হামলাকারীরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী একটি পাহাড়ি অঞ্চলে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়।

পাকিস্তান রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটি যাত্রীদের মধ্যে নারী ও শিশুও ছিল, এবং বন্দুকধারীরা ট্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার আগে রেললাইনে বোমা হামলা চালায়।

বিজ্ঞাপন
banner

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, তারা ট্রেনটি দখল করে সব যাত্রীকে জিম্মি করেছে। তারা সতর্ক করেছে যে, যেকোনো ধরনের সামরিক অভিযান চালালে তীব্র জবাব দেওয়া হবে।

এই হামলার পর বিএলএ দাবি করেছে যে, ট্রেনে হামলা চালিয়ে ২০ পাকিস্তানি সেনা সদস্যকে হত্যাও করা হয়েছে।

এদিকে, পাকিস্তান কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি মোকাবেলার জন্য চেষ্টা করছে, তবে এ ঘটনায় চূড়ান্ত কোনো উদ্ধার কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি।

সূত্র: গালফ নিউজ 

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222