জামিয়াতুত তারবিয়াহ-এর শিক্ষা পরিকল্পনা নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
গতকাল (১১ মার্চ ’২৫, ১০ রমজান) মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার স্থায়ী ক্যাম্পাসের তারবিয়াহ মিলনায়তনে ‘জামিয়াতুত তারবিয়াহ-এর শিক্ষা পরিকল্পনা নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জামিয়ার মজলিসে এদারির সদস্য মাওলানা জাহিদুজ্জামান ও মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় জামিয়ার মুদীর (পরিচালক) আল্লামা মামুনুল হক প্রতিষ্ঠানটির শিক্ষা পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় আল্লামা মামুনুল হক বলেন, ‘যুগ সচেতন আলেম তৈরীর পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত মহলে দ্বীনী চেতনা সৃষ্টির লক্ষ্য নিয়ে জামিয়াতুত তারবিয়াহ তার কার্যক্রম পরিচালনা করছে।’
জামিয়ার শিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরে তিনি রমজান পরবর্তী নতুন শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটিতে ফজিলত ২য় বর্ষের (মেশকাত) শিক্ষা কার্যক্রম শুরু করারও ঘোষণা দেন।
এছাড়া পূর্ব থেকে চলমান দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্রদের জন্য উচ্চতর গবেষণামূলক ইফতা বিভাগ ও ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যক্রমও জোরদার করার ঘোষণা দেন।
বিগত তিন বছরের কঠিন সময়ে পাশে থাকা আলেম ওলামা ও জামিয়ার শুভাকাঙ্ক্ষীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা আদায় করে তিনি আরও বলেন, ‘অল্প কিছু ছাত্র শিক্ষক যেভাবে কঠিন মুহূর্তে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট সরকারের জুলুম ষড়যন্ত্র মোকাবেলা করেছে, আশা করা যায়, এই এদারা ভবিষ্যতে জাতির জন্য আরও বড় কিছু করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও আলোচনা করেন জামিয়াতু ইব্রাহীমের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জাহিদুল ইসলাম, জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাসানাত জালালীসহ স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও আলেমগণ। জামিয়ার নায়েবে মুদীর মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহর দোয়ার মাধ্যমে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এআইএল/