বুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কুরআনের হাফেজ যমজ দুই ভাই

by Nur Alam Khan

যমজ ভাই পবিত্র কুরআনের হাফেজ। একসঙ্গেই কুরআন হিফজ করেছেন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে। তারা এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। তারপরের জন চট্টগ্রামে থেকে এমবিএ করছেন।

সফল এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

হাফেজ আবুল কাশেম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।

তিনি জানান, তার যমজ সন্তান ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে কুরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাশ করে। তারপর তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর একজন বুয়েটে অপরজন চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222