শিশু আছিয়ার জানাযায় অংশ গ্রহণের জন্য মাগুরার পথে রওনা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টির সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ একটি প্রতিনিধি দল।
এর আগে আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাই ফেসবুক পোস্টে মাওলানা মামুনুল হক জানান, বর্বর ধর্ষণ ও হত্যাকাণ্ডের নির্মম শিকার মাগুরার শিশু আসিয়া অবশেষে অভিমান নিয়েই সকলকে কাঁদিয়ে চলে গেছে না ফেরার দেশে। এই মুহূর্তে আমি সিএমএইচের মর্গের পাশেই তার আপনজনদের সাথে আছি। সন্ধা ৭টায় মাগুরার নোমানী মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষদের আসিয়ার শেষ বিদায়ে শামিল থাকার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, প্রয়োজনে আইন সংশোধন করে অতিদ্রূত অপরাধী ধর্ষক-খুনিদের বিচারের ব্যবস্থা করা হবে।’
এআইএল/