সম্প্রতি একটি টকশোতে একাত্তরের মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের সুখ্যাত কওমি মাদরাসা জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা বিখ্যাত আলেম ও রাজনীতিবিদ আল্লামা আতহার আলীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার এই মন্তব্যকে মানহানিকর, কুরুচিকর ও মিথ্যা দাবি করে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন প্রয়াত ওই আলেমের সমর্থকরা।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর শহীদী মসজিদ থেকে একটি মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে কয়েক হাজার স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
বিক্ষোভকারীরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিতর্কিত মন্তব্যকারী ফজলুর রহমানের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা। এ সময় তারা ফজলুর রহমানের বিরুদ্ধে ছাপানো বিভিন্ন ধরনের ফেস্টুন বহন করেন।
এর আগে শহীদী মসজিদ চত্বরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ফজলুর রহমানের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন বিক্ষোভের আয়োজকরা।
এআইএল/