বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সদর থানা শাখার উদ্যোগে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রোজার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) নারায়ণগঞ্জের ২নং বাবু রাইলে শাখা সভাপতি হাজী লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফেজ মাওলানা ফয়জুল্লাহ এর পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।
তিনি বলেন, তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রোজা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক তেমনিভাবে সমাজ থেকে অন্যায়, অবিচার, ধর্ষণ দূর করতে হলে সমাজে কুরআনের অনুশাসন জরুরি। কুরআনের অনুশাসন ব্যাতিত ধর্ষণ রোধ সম্ভব নয়।
তিনি আরও আমি দৃঢ়ভাবে বলতে চাই, আছিয়ার ধর্ষণকারীর শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে ফাঁসি। এর মাধ্যমে সমাজে কঠোর বার্তা যাবে যে, ধর্ষণ বা অন্য কোনো অপরাধ সহ্য করা হবে না।
এছাড়া আমি যুব মজলিসের দায়িত্বশীলদেরকে আহ্বান জানাই, জুলুম, অত্যাচার এবং সকল প্রকার পাপাচার রোধে সচেষ্ট থাকবেন। যদি কুরআনের অনুশাসন বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হয়, তবে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে, ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেবামূলক সংগঠন ইয়াদুর রহমার সম্মানিত চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, ২নং বাবুরাইল মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন সালেহী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মো সোহান খান, বন্দর থানা সভাপতি হাফেজ রিয়াদ হাসান।
এসময় বক্তারা বলেন, রোজাকে আল্লাহ ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়াই হল সুন্দর সমাজ, আদর্শ রাষ্ট্র ও বৈষম্যহীন জীবনব্যবস্থার একমাত্র মাধ্যম। মানুষের মধ্যে তাকওয়া অর্জিত হলে সমাজ থেকে অন্যায়, সন্ত্রাস, জুলুম, দূর হবে। তারা বলেন ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইসলামি খেলাফতই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তাই আসুন, এই মাহে রমজানে আত্মশুদ্ধির পাশাপাশি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হই।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব মজলিস ফতুল্লা থানা শাখার বাইতুল মাল বিভাগের সম্পাদক ইমরান হোসাইন, প্রচার বিভাগের সম্পাদক ইসমাইল ইসলাম অনিক, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সংগঠন বিভাগের সম্পাদক জাবেদ আলী, নারায়ণগঞ্জ সদর থানা শাখার সংগঠন বিভাগের সম্পাদক ইসমাইল ইসলাম, বাইতুল মাল বিভাগের সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার বিভাগের সম্পাদক মনারুল ইসলাম, মো: আবু সাঈদ, তরিকুল ইসলাম, মাহদী হাসানসহ প্রমুখ।