সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২৪ হাজার প্রবাসী

by Nur Alam Khan

বিভিন্ন আইন লঙ্ঘনের অপরাধে এক সপ্তাহে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্তে নিরাপত্তা লঙ্ঘনের অপরাধে গত এক সপ্তাহে ২৩ হাজার ৮৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। আর ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম-সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে আটক করা হয়েছে। যাদের ৬৭ শতাংশ ইউথোপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে।

অভিবাসন নীতিতে দিন দিন কঠোর হচ্ছে সৌদি প্রশাসন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাজ্যে অবৈধ উপায়ে প্রবেশে যে সহায়তা করবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল জরিমানা দেয়া হবে। এছাড়া তার যানবাহন ও সম্পদও বাজেয়াপ্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222