দেশ ও এলাকার জন্য কাজ করে যেতে চাই: ধর্ম উপদেষ্টা

by Nur Alam Khan

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন সময়ে দেশ ও এলাকার জন্য কিছু কাজ করে যেতে চাই। এর অংশ হিসেবে এ এলাকায় একটি হাসপাতাল করার ইচ্ছা রয়েছে আমার৷ এ বিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলেছি। এ ছাড়া এ বিষয়ে আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। আর আপনারা আমার এলাকার মানুষ যারা আছেন তারা যদি কোনো বিপদে পড়েন একান্তে আমার সহযোগিতা চাইলে আমি আপনাদের পাশে দাঁড়াবো।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের পৈত্রিক নিবাস বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

ধর্ম উপদেষ্টা বলেন, সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে একটি কথা উঠেছে। আমি আশা করছি ডিসি, পুলিশ সুপার এবং থানার ওসি  দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবেন। তারপরও উনারা যদি মনে করেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি আলাপ করে সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগিতা করব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুর রহমান মিছবাহ ও বিকেএমইএ এর সভাপতি মুহাম্মদ হাতেম।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222