ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ভারতে মুসলিম নিধন ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ আলেম সমাজ। তারা বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক পদক্ষেপের জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে সাধারণ আলেম সমাজ জানায়, চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলা চলছেই, যা মানবতার বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধাপরাধ। পবিত্র রমজানে নিরীহ মুসলিমদের ওপর হামলা একটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া, মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের দ্বিচারিতাও লক্ষ্যণীয়। পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সার্বিক সমর্থন দিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।
এদিকে, ভারতেও মুসলিম নিধন ও ইসলামবিদ্বেষী কার্যক্রমের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করা হয়। সাধারণ আলেম সমাজের দাবি, ভারতীয় সাম্প্রদায়িক দাঙ্গা, ইসলামফোবিয়া এবং মুসলিম নির্যাতনের ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা ভারতীয় হাইকমিশনকে তলব করার এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানায়।
এনএ/