ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

by Nur Alam Khan

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন
banner

এদিন জুমার নামাজ শেষ হতেই নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন খেলাফত নেতারা। পরে একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যান তারা।

একই সময়ে বাইতুল মোকাররম মসজিদের উত্তরপাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজত ইসলাম ঢাকা মহানগর শাখা।

এদিকে ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222