ধর্ষণচেষ্টার সময় ভারতীয় নাগরিককে গণধোলাই

by Nur Alam Khan

কুমিল্লার দাউদকান্দি থানাধীন রায়পুর সিংগুলা গ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে (৫০) গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত তাজিনদার সিং ভারতের লুধিয়ানা পাঞ্জাবের চণ্ডীগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিংয়ের পুত্র।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তাজিনদার সিং দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া দেওয়া বাসায় একটি রুমে থাকতেন।

সকালে তাজিনদার সিং ৯ বছর বয়সী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে যায়। সেখানে তিনি শিশুটির স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। এ সময় অন্য একটি শিশু এই দৃশ্য দেখে ফেলে এবং শিশুটির মাকে খবর দেয়। মায়ের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাজিনদার সিংকে মারধর করে ঘরে আটকে রাখেন।

স্থানীয়রা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ মো. আমিনুল ইসলামকে ঘটনাটি জানালে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুনায়েত চৌধুরী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা তাজিনদার সিংকে আটক করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

স্থানীয়রা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। তারা শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222