ভারতে বিচারপতির বাড়ির আগুন নেভাতে গিয়ে মিলল অবৈধ বিপুল অর্থ, বদলির নির্দেশ

by Nur Alam Khan

ভারতে এক বিচারপতির সরকারি বাসভবন থেকে জ্ঞাত আয় বহির্ভূত নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এরপর ওই বিচারপতিকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল— কলেজিয়াম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন
banner

এনডিটিভির তথ্য মতে, কলেজিয়ামের পাঁচ সদস্য সর্বসম্মতিক্রমে বিচারপতি যশোবন্ত ভার্মাকে বদলির সিদ্ধান্ত নেন। তবে কিছু সদস্য মনে করছেন, শুধু বদলিই যথেষ্ট নয়; আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগের প্রতি আস্থা বজায় থাকে।

এ কারণে বিচারপতি ভার্মাকে স্বেচ্ছায় পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। যদি তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন, তাহলে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হতে পারে, যা শেষ পর্যন্ত সংসদের মাধ্যমে তাঁকে অপসারণের প্রথম ধাপ হিসেবে কাজ করবে।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বিচারপতি যশোবন্ত ভার্মা।

গত সপ্তাহে হিন্দু ধর্মাবলম্বীদের দোল উৎসবের ছুটিতে যশোবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে। সেসময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর পরিবার ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নেভাতে গিয়ে বিচারপতির বাড়িতে বিপুল পরিমাণে নগদ অর্থ পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাঁরা পুলিশকে জানান।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222